ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ভারতে পুলিশের গুলিতে ৫ কৃষকের মৃত্যু, কংগ্রেসের ধর্মঘট (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ০৭ জুন ২০১৭ , ১২:৩২ পিএম


loading/img

ভারতের মধ্যপ্রদেশে পুলিশের গুলিতে ৫ কৃষক নিহত হয়েছেন। দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন চারজনেরও বেশি।

বিজ্ঞাপন

যদিও মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিংয়ের দাবি সেখানে পুলিশ কোন গোলাগুলি করে নি। এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তার দাবি, সন্ত্রাসীরা গুলি চালিয়েছে।

গেলো কয়েকদিন ধরেই ঋণ মাফ ও ফসলের ন্যুনতম মূল্যের দাবিতে বিক্ষোভ করছিলেন কৃষকরা।

বিজ্ঞাপন

মধ্য প্রদেশের মন্দসৌর জেলায় মঙ্গলবার সকালে সেই বিক্ষোভ চরম আকার নেয়। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও ধ্বস্তাধস্তি শুরু হয় কৃষকদের। পরিস্থিতি চরমে উঠলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

এরপরই বিক্ষোভে ফুলে ওঠে গোটা এলাকা। এমনকী পাশের রতলাম ও নিমচ জেলাতেও ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা।

কৃষক মৃত্যুর প্রতিবাদে বুধবার ধর্মঘট ডেকেছে কংগ্রেস পার্টি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

বিজ্ঞাপন

একই দাবিতে, কয়েকদিন ধরে আন্দোলন করছেন বিজেপি শাসিত হরিয়াণা ও মহারাষ্ট্রের কৃষকরাও।

বিজ্ঞাপন

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আশ্বাস পেয়ে মধ্যপ্রদেশ কিষান সেনা ও ভারতীয় কিষান সংঘের মত কৃষক সংগঠনগুলি বিক্ষোভ তুলে নিলেও অন্যান্য কৃষকরা আন্দোলনের পথ থেকে সরে আসেননি।

 

ওয়াই/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |